বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:০১:০৯

চিরুনি নিয়ে ঝগড়া, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত!

চিরুনি নিয়ে ঝগড়া, খদ্দেরকে কুপিয়ে খুন করল নাপিত!

আন্তর্জাতিক ডেস্ক: চিরুনি নিয়ে ঝগড়ার জেরে খদ্দেরকেই খুন করল নাপিত৷ ঘটনাটি ঘটেছে দিল্লির বদরপুর এলাকার কাছে৷ দুই অভিযুক্তকে ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারাই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় মোলারবন্দ গ্রামে সেলুন চালায় অভিযুক্ত দুই ভাই রঘুবীর ও নবমী৷ রবিবার সেখানে চুল কাটতে যায় পবন (২০) নামে স্থানীয় এক যুবক৷ ছুটির দিনে সেলুনে প্রচুর ভিড় ছিল৷ অভিযোগ, পবনকে বসিয়ে রেখে পরে আসা খদ্দেরের কাজ আগে করছিল নবমী৷

এই নিয়ে তার সঙ্গে পবনের বচসা বেধে যায়৷ এর মধ্যেই নবমীর হাতের চিরুনিটি নিয়ে চুল আঁচরাতে থাকেন পবন৷ এতেই রেগে গিয়ে হাতে থাকা চুল কাটার ছুরি দিয়ে পবনকে আক্রমণ করে নবমী৷ ভাইয়ের সঙ্গ দেয় রঘুবীরও৷ দু’জনে মিলে পবনকে কুপিয়ে খুন করে বলে অভিযোগ৷

ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে রঘুবীর ও নবমী৷ কিন্তু স্থানীয় বাসিন্দারা তাদের ধরে ফেলে৷ প্রথমে ব্যাপক মারধর করা হয় দুই ভাইকে৷ পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।-সংবাদ প্রতিদিন

০১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে