বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৩১:১৬

পশ্চিমাদের কড়া হুমকি ইরানের

পশ্চিমাদের কড়া হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নতুন উত্তেজনা সৃষ্টির অজুহাত হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন ইরান।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ মঙ্গলবার ইরান সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জাঁ-মার্ক আইরো’র সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার অংশ নয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে কিছু শব্দ রয়েছে। কিন্তু প্রস্তাবটি যখন পাস হয় তখনই ইরান এ বিষয়ে নিজের অবস্থান ঘোষণা করেছে।

তিনি বলেন, প্রস্তাবে কেবল ওইসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা বলা হয়েছে, যেগুলো পরমাণু অস্ত্র বহনে সক্ষম। ইরান সে সময়ই স্পষ্ট ভাষায় বলেছে, ইরানের কোনো ক্ষেপণাস্ত্রই পরমাণু অস্ত্র বহনের জন্য তৈরি হয়নি। ইরান প্রচলিত ক্ষেপণাস্ত্র তৈরি করে বলে তিনি জানান।

জারিফ বলেন, ইরান প্রতিরক্ষা ইস্যুতে অন্যের অনুমতির ওপর নির্ভরশীল থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, দুঃখজনকভাবে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী কোনো কোনো দেশের বিশেষকরে আমেরিকার আন্তরিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, আমেরিকার ষড়যন্ত্র সত্ত্বেও ইরান পরমাণু সমঝোতা অনেকাংশেই বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। কিন্তু আমেরিকার নানা পদক্ষেপ পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের ক্ষেত্রে বাধা হয়ে আছে।

জাওয়াদ জারিফ এমন সময় এসব কথা বললেন যখন আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে