আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে ইরান সমর্থিত ইয়েমেনের শিয়া বিদ্রোহী আনসারুল্লাহ সেনারা ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশের উপকূলে এ হামলার ঘটনা ঘটে।
ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলকে একটি সামরিক সূত্র সোমবার জানিয়েছে, সেনারা সৌদি আরবের ‘মদিনা যুদ্ধজাহাজ’কে লক্ষ্য করে একটি গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এ সময় ওই জাহাজে ১৭৫ জন সৌদি সেনা ও একটি যুদ্ধ-হেলিকপ্টার ছিল। এ জাহাজ থেকে ইয়েমেনের পশ্চিম উপকূলীয় শহর ও জেলেদের ওপর হামলা চালানো হতো।
সৌদি নেতৃত্বাধীন জোট ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছে তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানায়নি। তারা বলেছে, বড়জোর পাঁচজন হতাহত হয়েছে। তবে ইয়েমেনি সেনাদের সরবরাহ করা ফুটেজ থেকে দেখা গেছে, সৌদি যুদ্ধজাহাজের ওপর বিস্ফোরণ ঘটছে এবং জাহাজের ডেকে আগুন ধরে গেছে।
গত ২১ জানুয়ারি ইয়েমেনের উপকূলরক্ষী বাহিনী শত্রু যুদ্ধজাহাজগুলোকে বাবুল মান্দেবে চলাচলের বিষয়ে সতর্ক করেছে। বাবুল মান্দেব লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। সূত্র : ওয়েবসাইট
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম