বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:১১:০২

এই প্রথম সিরিয়ায় সাঁজোয়া বহর পাঠাল ট্রাম্প

এই প্রথম সিরিয়ায় সাঁজোয়া বহর পাঠাল ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক  : সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ বলেছে, তারা আমেরিকার পাঠানো একটি সাঁজোয়া বহর পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে তাদের প্রতি ওয়াশিংটন যে বাড়তি সমর্থন যুগিয়ে যাবে এটি তারই আভাস দিচ্ছে।

এসডিএফ মুখপাত্র তালাল সিলো রয়টার্সকে আরো বলেন, চার-পাঁচ দিন আগে সাঁজোয়া বহরটি তাদের কাছে পৌঁছেছে। তবে বহরটি আকারে ক্ষুদ্র বলে জানান তিনি।

তিনি আরো বলেন, আগে এসডিএফকে আমেরিকা এমন বড় মাপের সহায়তা আর করেনি। আগে তাদেরকে কেবল ক্ষুদ্র অস্ত্র এবং গোলাবারুদ পাঠানো হতো বলেও স্বীকার করেন তিনি। এসডিএফ মার্কিন নতুন প্রশাসনের পুরো সমর্থন পাবে এটি তারই আভাস বলেও উল্লেখ করেন এ মুখপাত্র।

এসডিএফকে সাঁজোয়া বহর পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগন মুখপাত্র জন ডোরিয়ান। তিনি আরো দাবি করেন, ট্রাম্পের আগের প্রশাসন এগুলো পাঠানোর পরিকল্পনা করেছিল।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে