বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৩৯:৫৪

ভয়াবহ ওই হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন যুদ্ধজাহাজ!

ভয়াবহ ওই হামলার লক্ষ্যবস্তু ছিল মার্কিন যুদ্ধজাহাজ!

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেন উপকূলে সৌদি রণতরীতে আত্মাঘাতী হামলাটি মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে চালানো হয়েছিল। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা।

খবরে বলা হয়েছে, সোমবার আত্মঘাতী ওই হামলা চালায় ইরানের পৃষ্ঠপোষকতা সম্পন্ন হুথি বিদ্রোহীদের এক সদস্য। দক্ষিণ লোহিত সাগরে চালানো এ হামলায় দুই সৌদি নৌ সেনা নিহত ও তিন জন আহত হয়েছেন। হামলার সময় ধারণা করা হয়েছিল, হয়ত তা মিসাইল নিশানায় পরিণত হয়েছে।

তবে হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা,  সাগর পাড়ি দেওয়ার সময় সৌদি রণতরীর সঙ্গে ধাক্কা খায় আত্মঘাতী হামলাকারীর ছোট্ট নৌকা। ভিডিওতে বলতে শোনা যায়, আরবিতে বলা হচ্ছে, আমেরিকার মৃত্যু, ইসরায়েলের মৃত্যু এবং ইহুদিদের মৃত্যু।

মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের ধারণা, এ হামলার পেছনে মার্কিন যুদ্ধজাহাজে হামলার মহড়া হতে পারে। অ্যাডেনের নিকটে লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ মিসাইল হামলার শিকার হয়েছিল গত বছর অক্টোবর মাসে। মার্কিন একটি ডেস্ট্রয়ার মিসাইলগুলোকে ধ্বংস করে দেয়। ফলে ওই হামলা ব্যর্থ হয়েছিল। -ফক্স নিউজ।
০১ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে