বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৪৩:৪০

পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে: যোগী আদিত্যনাথ

পশ্চিমবঙ্গ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়া হবে: যোগী আদিত্যনাথ

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনের আগেই উত্তরপ্রদেশে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ১৯৯০ সালে কাশ্মীরে হিন্দুদের সঙ্গে যা হয়েছিল, এবার পশ্চিম উত্তর প্রদেশেও তাই হবে। বিজেপি নেতা দাবি করেন, ১৯৯০ সালের ১৯ জানুয়ারি কাশ্মীর থেকে হিন্দুদের বিতাড়িত করা হয়েছিল। হিন্দু মহিলাদের সম্ভ্রম নিয়ে টানা হেঁচড়া হয়েছিল প্রকাশ্যে। আর সেই ঘটনার বেশ কিছুটা পুনরাবৃত্তি হতে দেখা যাচ্ছে পশ্চিম উত্তর প্রদেশে এবং পশ্চিমবঙ্গে।

কইরনা নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তাপ ছড়াচ্ছে উত্তরপ্রদেশে। বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে বিজেপির এক বিধায়ক দাবি করেছেন, তিনি জিতলে কইরানায় কারফিউ জারি করবেন। যা নিয়ে জোর বিতর্ক শুরু হয়। আর সেই বিতর্কের রেশ ধরেই এই মন্তব্য যোগী আদিত্যনাথের। উত্তর প্রদেশে ভোট প্রচারে গিয়ে মুসলিমদের বিরুদ্ধে উত্তেজক মন্তব্য করছেন বলে ইতিমধ্যেই আদিত্যনাথের বিরুদ্ধে প্রচার শুরু হয়েছে।

গত বছর জুন মাসে কইরানার সাংসদ বিজেপির হুকুম সিং দাবি করেন, সেখান থেকে ৩৪৬টি হিন্দু পরিবার ঘর বাড়ি ছেড়ে গিয়েছে। সাম্প্রদায়িক উত্তাপের কারণেই কইরানা থেকে ওই হিন্দু পরিবারগুলি চলে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন হুকুম সিং।-কলকাতা২৪
১ ফেব্রুয়ারি ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে