আন্তর্জাতিক ডেস্ক : স্ত্রীর দু’কান কেটে নিলেন স্বামী। এই নির্মম পাশবিক ঘটনাটি ঘটেছে উত্তর আফগানিস্তানের বালখে। ২৩ বছরের জারিনা এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ডাক্তাররা জানিয়েছেন, তিনি এখন বিপন্মুক্ত। হাসপাতালের বিছানায় শুয়েই জারিনা জানিয়েছেন, ‘স্বামী এভাবে কেন আক্রমণ করলেন, তা আমার কাছে অজানা।’
ঘটনার পরেই মহিলার স্বামী কাশিন্দা জেলায় পালিয়ে গিয়েছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনার দিন রাতে ঘুম থেকে তুলে আচমকাই জারিনার উপর আক্রমণ করে তার স্বামী। ১৩ বছর বয়সে বিয়ে হয় জারিনার। কিন্তু স্বামী–স্ত্রীর সম্পর্ক ইদানীং ভাল যাচ্ছিল না। জারিনাকে তার মা–বাবার কাছেও যেতে দেওয়া হত না।
জারিনার অভিযোগ, ‘আমার স্বামী ভীষণ সন্দেহবাতিক ছিলেন। ওর ধারণা ছিল, অন্য পুরুষের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে। সে কারণেই গর্ভবতী হয়ে পড়েছি আমি।’ স্বামীর কঠোর শাস্তি চান জারিনা।
১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস