বুধবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:২৭:৫৩

হাফিজ সাঈদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

হাফিজ সাঈদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সাঈদের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। পোড়ানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশপুতুল। হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন শরিফ সরকারকে এই নির্দেশ ফেরানোর দাবি তুলেছে। জানিয়েছে, পাক সরকারের এই পদক্ষেপ ‘‌দুঃখজনক এবং কাপুরুষোচিত।’‌ সোমবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে হাফিজ সাঈদকে আটক করা হয়েছে।

পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় বাণিজ্যমন্ত্রী খুররম দস্তগির জানিয়েছে, জামাত–উদ–দাওয়া প্রধান সাঈদকে গ্রেপ্তারও করা হবে। তবে কী অভিযোগে, জানাননি। এর পরেই ইমরান খানের তেহরিক–ই–ইনসাফ অভিযোগ করে, ভারত এবং আমেরিকার চাপেই হাফিজ সাঈদকে আটক করা হয়েছে। পাঞ্জাব প্রদেশের তেহরিক–ই–ইনসাফ নেতা মাহমুদুর রশিদ জানান, কাশ্মীরিদের অধিকার নিয়ে কথা বলেছিল বলেই তাকে শাস্তি দেওয়া হচ্ছে। জামাত–এ–ইসলামি নেতা ওয়াসিম আখতারও সাঈদের মুক্তির দাবি তুলেছেন।

ডিফেন্স কাউন্সিল অফ পাকিস্তানের চেয়ারম্যান মৌলানা শামিয়ুল হক জানিয়েছেন, ভারতকে খুশি করতেই সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংগঠনেরই অংশ জামাত–উদ–দাওয়া। তাদের হুমকি, সাঈদকে মুক্তি না দিলে দেশ জুড়ে বিক্ষোভ দেখাবে তারা। যদিও পাঞ্জাব প্রদেশের আইনমন্ত্রী সানাউল্লাহ্‌ জানিয়েছেন, আর কয়েক দিনের মধ্যে আরও কয়েক জন জামাত–উদ–দাওয়া, ফালাহ্‌–এ–ইনসানিয়াৎ নেতাকে সন্ত্রাস–বিরোধী আইনে ধরা হবে। জামাতের সঙ্গে পাক সরকারের কাশ্মীর নীতির কোনও মিল নেই। তাই জাতীয় স্বার্থের সঙ্গে আপস করা হবে না। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার পর গৃহবন্দী করা হয় হাফিজ সাঈদকে। যদিও আদালতের নির্দেশে ২০০৯ সালে মুক্তি দেওয়া হয় তাকে। ‌‌

১ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে