নবম শ্রেণির এক ছাত্রীর সাফল্যে অবাক গোটা বিশ্ব
আন্তর্জাতিক ডেস্ক : ৫ ভারতীয় বিজ্ঞানীকে হারিয়ে এক অসাধারণ সাফল্য অর্জন করেছে ১৫ বছরের এক কিশোরী। কীভাবে সমুদ্র থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদনে উন্নতি করা সম্ভব- আমেরিকায় এ বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ওই প্রতিযোগিতায় একটি উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করে আমেরিকার শ্রেষ্ঠ বিজ্ঞানীর শিরোপা জিতে ১৫ বছরের এক কিশোরী। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পৌঁছেছিলেন ৫ ভারতীয় বিজ্ঞানী। জিনিউজের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
হান্না হারবেস্ট নামের ১৫ বছরের কিশোরী আমেরিকার এ প্রতিযোগিতায় টপ ইয়ং সাইনটিস্টের শিরোপা জিতে নেন। প্রতিযোগিতার পুরস্কারের মূল্য ছিল ২৫,০০০ মার্কিন ডলার। এই আর্থিক পুরস্কারের সঙ্গে হান্না জিতে নিয়েছেন কোস্টা রিকায় একটি ট্রিপও।
হান্না হারবেস্ট ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি হাই স্কুলের ছাত্রী। নবম শ্রেণির এ ছাত্রীর কীর্তিতে অবাক গোটা বিশ্ব।
প্রতিযোগিতা জিতে হান্না বলেন, উদ্ভাবনী প্রোটোটাইপ আবিষ্কার করার ধারণাটা তিনি পেয়েছিলেন তারই এক বন্ধুর কাছ থেকে। হান্নার ওই ৯ বছরের বন্ধুর বাড়ি উত্তর-দক্ষিণ আফ্রিকার ইথিওপিয়া। এ কথা জানান হান্না।
ভারত থেকে যারা এ প্রতিযোগিতায় শীর্ষ স্থানে পৌঁছেছিলেন তারা হলেন রাঘব গণেশ, কৃষ্ণা শেট্টি, সঞ্জনা সাহা, আইরিশ গুপ্তা, অমূল্য গারিমেল্লা।
১৬ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�