বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:৪০:৫৯

নিজেই নিজেকে জুতো মারলেন এই প্রার্থী, কিন্তু কেন?

নিজেই নিজেকে জুতো মারলেন এই প্রার্থী, কিন্তু কেন?

আন্তর্জাতিক ডেস্ক : নিজের পায়ের জুতো খুলে নিয়েই নিজের মাথায় মারতে শুরু করেন এই ভোটপ্রার্থী। কিন্তু কেন আচমকা এরকম করতে গেলেন তিনি?

ভোট প্রচারে গিয়ে প্রার্থীরা কি না করেন। কিন্তু তাঁদের সবাইকে সম্ভবত ছাপিয়ে গেলেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রার্থী সুজাত আলম। কয়েকদিন আগে বলন্দশহরের একটি জনসভায় তিনি যে কাণ্ড ঘটিয়েছেন, তার সৌজন্য রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছেন এই প্রার্থী। জনসভা চলার মাঝেই আচমকা নিজেই নিজেকে জুতো মারতে শুরু করেন আলম। নিজের পায়ের জুতো খুলে নিয়েই নিজের মাথায় মারতে শুরু করেন এই ভোটপ্রার্থী। কিন্তু কেন আচমকা এরকম করতে গেলেন তিনি?

সুজাত আলমের যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের কাছেও তাঁকে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন আলম। তখনই তিনি তাঁর যাবতীয় ভুল ক্ষমা করে দেওয়ার জন্য ভোটারদের কাছে কাতর আর্জি জানাচ্ছেন। সেই সূত্রেই নিজেই নিজেকে জুতো মারছেন তিনি।

পরে একটি সাক্ষাৎকারে আলম কার্যত স্বীকার করে নিয়েছেন, নিজেকে জুতো মারাটা এক ধরনের গিমিকই ছিল। কারণ, নিজেকে জুতো মারার পরেই এক বৃদ্ধ ভোটার তাঁর কাছে কাঁদতে কাঁদতে আসেন এবং ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন। ফলে এটা পরিষ্কার, যে তাঁর নিজেকে জুতো মারাটা বিফলে যায়নি।

উত্তরপ্রদেশের এই ঘটনাতেই স্পষ্ট, ভোটারদের আবেগ নিয়ে কীভাবে খেলা করছেন এদেশের রাজনীতিবিদরা।
০২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে