আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "ভারতীয় ট্রাম্প" বললেন ভারতের বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব। বর্ষীয়ান সাংসদ তথা সাবেক মন্ত্রী ই আহমেদের মৃত্যুর পরেও আজ সংসদে বাজেট পেশ করায় মোদিকে এমনভাবেই সমালোচনা করেছেন বিহারের সাবেক মুখ্যমন্ত্রী তথা সাবেক কেন্দ্রীয় রেলমন্ত্রী লালুপ্রসাদ। খবর জিনিউজের।
আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীকে তুলনা করে তিনি বলেন, "আজ বাজেট পেশ করার সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে যে মোদি কতটা অসংবেদনশীল এবং অমানবিক"। এর পাশাপাশি ট্রাম্প ও মোদি উভয়কেই 'ট্রাবেল মেকার' বলে উল্লেখ করেছেন তিনি।
প্রসঙ্গত, গতকাল গভীর রাতে ই আহমেদের মৃত্যু ঘটায় আজ সকাল থেকেই বাজেট পেশ নিয়ে সংশয় তৈরি হয়। সরকারের আজই বাজেট পেশ করার ইচ্ছা ছিল প্রবল। সকাল সকালই এ বিষয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অনুমতিও নিয়ে চলে এসেছিলেন অর্থমন্ত্রী জেটলি।
কিন্তু সংবাদ মাধ্যমের সামনেই কংগ্রেসর লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দেন, তারা আজ বাজেট পেশের বিপক্ষে। খাড়গে এও জানিয়ে দেন যে, আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদও এই ইস্যুতে কংগ্রেসের সঙ্গে সহমত। আর তারপরই লালুপ্রসাদের এই মন্তব্য করেন।
২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস