বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:১৭:০৫

ধমক দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ফোন কেটে দিলেন ডোনাল্ড ট্রাম্প

ধমক দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ফোন কেটে দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের টেলিফোন আলাপের পর দ্য ওয়াশিংটন পোস্ট জানাচ্ছে, ট্রাম্প এই আলাপকে বিশ্বনেতাদের সাথে তার "এ পর্যন্ত সবচেয়ে বাজে" আলাপ বলে অভিহিত করেছেন।

দু নেতার ফোনালাপ এক ঘণ্টা স্থায়ী হওয়ার কথা থাকলেও মাত্র ২৫ মিনিটের মাথায় ট্রাম্প আচমকা ফোন রেখে দেন। উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে একরকম ধমকের সুরেই ফোন কেটে দিয়েছেন ট্রাম্প।

ফলে আলাপ বেশিদূর না চালিয়ে সংক্ষেপেই শেষ করে ফেলেন। এরপরে ট্রাম্প টুইটারে লেখেন, 'এই স্থবির চুক্তির' ব্যাপারে তিনি আরও খোঁজ-খবর করবেন।

ওবামা প্রশাসনের সঙ্গে চুক্তি অনুসারে অস্ট্রেলিয়া থেকে প্রায় ১২শ ৫০ জন আশ্রয়ার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা রয়েছে। অস্ট্রেলিয়া বিতর্কিত ভূমিকা নিয়ে তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানায় এবং নাউরো এবং পাপুয়া নিউগিনিতে কারাগারে আটক করে রাখে।

অন্যদিকে ম্যালকম টার্নবুল ওই ফোনালাপকে "অত্যন্ত খোলামেলা এবং স্পষ্ট" বলে উল্লেখ করলেও পুরো ব্যাপারে তিনি হতাশ বলে জানিয়েছেন। যদিও তিনি বলেছেন, ট্রাম্প নিশ্চিত করেছেন যে এই চুক্তি বহাল থাকবে।

২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে