আন্তর্জাতিক ডেস্ক: ১০ টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে এমন পরমাণু মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল চীন। ট্রাম্পের অধীন আমেরিকার সঙ্গে পাল্লা দিতে নতুন করে শক্তি প্রদর্শন করতে শুরু করেছে বেজিং।
Washington Free Beacon-এর রিপোর্ট অনুযায়ী, ১০টি MIRV যুদ্ধযান ব্যবহার করে এই মিসাইল টেস্ট করা হয়েছে। এই মিসাইলের নাম DF-5C . এইসব ওয়ারহেড নজরে এসেছে আমেরিকার। এগুলির উপর কড়া নজর রেখেছেন মার্কিন গোয়েন্দারা।
এই মিসাইলে ছিল ১০টি নকল ওয়ারহেড। চীনের সাংজি প্রভিন্সের তাইউয়ান স্পেশ লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই মিসাইল। পশ্চিম চিনের মরুভূমি লক্ষ্য করে ছোঁড়া হয় ওই মিসাইল। DF-5 মিসাইলের নয়া ভার্সান এই মিসাইল। পেন্টাগনের তরফে সবসময় চিনের সামরিক শক্তির উপর নজর রাখা হয়। DF-5 মিসাইলে নতুন ওয়ার্হেড যোগ করতে শুরু করেছে আমেরিকা। চিনের এই সামরিক শক্তির বাড়বাড়ন্ত নিয়ে বারবার সতর্কবার্তা দিয়েছে আমেরিকা।
উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পরেই নতুন করে মিসাইল টেস্ট করল চীন।-কলকাতা২৪
০২ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/এইচএস/কেএস