আন্তর্জাতিক ডেস্ক : ‘গৃহবন্দি’ আগেই হয়েছিলেন। এবার আরও একটি নিষেধাজ্ঞা চাপানো হল জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের ওপর। অনুমতি ছাড়া এখন আর দেশ ছাড়তে পারবেন না সাঈদ। তবে তাকে ‘গৃহবন্দি’ রাখতে ভারতের কাছে আরও অকাট্য প্রমাণ দাবি করেছে পাকিস্তান।
যদিও পাক সরকারের সেই দাবি নাকচ করে দিয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয়। মন্ত্রনালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ সাংবাদিক সম্মেলন করে জানান, ‘মুম্বাই হামলার যাবতীয় ছক পাকিস্তানে করা হয়েছিল। পাকিস্তানের হাতে ইতিমধ্যে যাবতীয় প্রমাণ রয়েছে। পাকিস্তানের সদিচ্ছা থাকলে সন্ত্রাস দমনের জন্য যা যথেষ্ট।’
শুধু হাফিজ সাঈদ নন, আরও ৩৭ জনের একটি তালিকা তৈরি করেছে পাক সরকার। সমস্ত প্রদেশে সেই তালিকা পাঠিয়েও দেওয়া হয়েছে। এরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত অথবা লস্করের সঙ্গে যুক্ত। এরা কেউই দেশ ছাড়তে পারবেন না।
এদিকে, পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, খুব শিগগিরি হাফিজ সাঈদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হবে। পাকিস্তানের পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন জামাত ও তার শাখা সংগঠন ফালাহ-ই-ইনসানিয়াতের আরও বেশ কিছু সদস্যের কার্যকলাপের দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদেরও গ্রেপ্তার করা হতে পারে।
এদিকে, হাফিজ সাঈদকে অবিলম্বে মুক্তি না দিলে দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে শামিল হওয়ার হুমকি দিল জামাত-উদ-দাওয়া ও অন্যান্য মুসলিম সংগঠনগুলি৷ হাফিজকে গৃহবন্দি করার পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত রয়েছে বলেও অভিযোগ চরমপন্থী পাক সংগঠনগুলির৷
হাফিজ সাঈদ-সহ মোট পাঁচ জামাত নেতাকে গত ২৭ জানুয়ারি থেকে গৃহবন্দি করে রাখার নির্দেশ দিয়েছিল পাকিস্তানের পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতর৷ পাক জঙ্গি নেতা সৈয়দ সালাহউদ্দিনও পাক সরকারকে হুমকি দিয়ে জানায়, ভারতকে খুশি করতে কাপুরুষের মতো আচরণ করছে পাকিস্তান৷ সংবাদ প্রতিদিন
২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস