আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্টের হয়েই আমেরিকার অভিবাসন নীতিতে বড়সড় পরিবর্তন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরাক, ইরান, ইয়েমেনসহ বিশ্বের সাতটি দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর জারি করা হয় নিষেধাজ্ঞা।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার কুয়েতেও নয়া অভিবাসন নীতি মেনে পাঁচটি মুসলিম প্রধান রাষ্ট্রের নাগরিকদের উপর জারি করা হল নিষেধাজ্ঞা। সিরিয়া, ইরাক, ইরান, পাকিস্তান এবং আফগানিস্থানের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি করল কুয়েত।
এর আগে ২০১১ সালে সিরিয়ার নাগরিকদের সেদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। দেশে যে কোনও ধরনের অপরাধমূলক কার্যকলাপ ঠেকাতেই এই সিদ্ধান্ত নিয়েছিল সেদেশের প্রশাসন।
মার্কিন যুক্তরাষ্ট্রের পর কুয়েতই প্রথম দেশ যারা সিরিয়ার রিফিউজিদের নিজেদের দেশে প্রবেশ করা থেকে বঞ্চিত করল।
২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস