বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:৩৩:০৬

'অসুন্দর' মেয়েরা থাকলে যৌতুক প্রথাও থাকবে!

'অসুন্দর' মেয়েরা থাকলে যৌতুক প্রথাও থাকবে!

আন্তর্জাতিক ডেস্ক : 'সৌন্দর্যের অভাবই যৌতুক প্রথার কারণ। কোনও মেয়ে দেখতে খারাপ হলে তার সহজে বিয়ে হতে চায় না। তাই পণ দিয়ে তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।' মেয়েদের সম্পর্কে এই চূড়ান্ত অপমানজনক বক্তব্য স্কুলপাঠ্য বইয়ের। খবর ইন্ডিয়া টাইমসের।

যে বই পড়ে বড় হয়ে উঠবে দেশের ভবিষ্যত্‍ প্রজন্ম, সমাজ গঠনের সেই বইয়ের এই বক্তব্যে সমালোচনার ঝড় উঠেছে। ভারতের মহারাষ্ট্রে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের একটি পাঠ্যবইয়ে এই বক্তব্য পাওয়া গিয়েছে।

সেখানে পণপ্রথার সমস্যা নিয়ে লেখা রয়েছে। প্রথমে শুরু হয়েছে 'পণপ্রথা ভারতের একটি প্রধান সামাজিক সমস্যা।' এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্ত এরপরই পণপ্রথার কারণ দর্শাতে গিয়ে কোনও কোনও মেয়ের সৌন্দর্যের অভাবকে চিহ্নিত করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, 'কুশ্রী মহিলাদের সহজে বিয়ে হয়ে চায় না। সেই কারণেই পণ দেওয়া হয়ে থাকে। বেশি পণ দিয়ে ওই মেয়েটির বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার বাবা-মা। এই ধরনের কোনও মেয়েকে বিয়ে করতে হলে পাত্রপক্ষ অতিরিক্ত পণ দাবি করে।' এছাড়াও কোনও মেয়ে শারীরিক ভাবে অক্ষম হলে, সে ক্ষেত্রেও পণ দিয়ে তার বিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে পাঠ্যবইতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বিনোদ তাওড়ে। শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করতে বলেন তিনি। এই পাঠ্যবইটি ২০১৩ সালে প্রথম প্রকাশিত হয়। পরে ২০১৬ সালে এটি পুর্নমুদ্রিত হয়।
২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে