আন্তর্জাতিক ডেস্ক: দু’পাশে ঘন জঙ্গল৷ মাঝে এঁকেবেঁকে চলেছে রাস্তা৷ পর্যটকদের নিয়ে দিব্যি চলছিল গাড়িটা৷ তিনি যে এভাবে চলে আসবেন, কেই বা জানত? প্রথমে ছিল ছোটজনের দাপট। তাকে দেখে গাড়ি দাঁড়িয়ে পড়তেই বিশাল শরীর নিয়ে আবির্ভাব হল বড় জনের৷ রীতিমতো গাড়ির উপরে থাবা বসিয়ে দেন জঙ্গলের রাজা।
যাকে চোখের সামনে দেখলে অতি বড় সাহসীরও পিলে চমকে যায়, সেই সিংহমশায়ের এই কীর্তি ক্যামেরাবন্দি করে রেখেছেন পিছনের গাড়ির চালক৷ পিছনের গাড়ির পর্যটকরাও যেন দিব্যি উপভোগ করছিলেন এই ভয়ঙ্কর সুন্দর মুহূর্ত৷ তবে দিনে দুপুরে পর্যটকদের গাড়ির উপর এভাবে সিংহের আক্রমনে বেশ চিন্তিত বান্নেরঘাট্টা বায়োলজিক্যাল পার্কের কর্তারা৷ কারণ পর্যটকদের নিরাপত্তার সঙ্গে কোনও আপস করতে চান না তাঁরা।-সংবাদ প্রতিদিন
০৩ ফেব্রুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ