শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:০৫:৪১

কোথায় গেলেন মেলানিয়া ট্রাম্প?

কোথায় গেলেন মেলানিয়া ট্রাম্প?

আন্তর্জাতিক ডেস্ক : সর্বশেষ আমেরিকার ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে জনসম্মুখে দেখা গেছে ১২দিন আগে। অবশ্য ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মেলানিয়া বলেছিলেন হোয়াইট হাউসে এখনই স্থায়ীভাবে প্রবেশ করবেন না তিনি।

বরং, ওয়াশিংটন ও নিউ ইয়র্কে নিজের সময় ভাগাভাগি করে চলবেন। নিউ ইয়র্কের একটি স্কুলে এই দম্পতির ছেলে ব্যারন লেখাপড়া শেষ হওয়ার আগ পর্যন্ত এভাবেই চলবে।

বুধবার বিকালে ট্রাম্প ‘মেরিন ওয়ান’ হেলিকপ্টারে চড়ে ডেলাওয়ার অঙ্গরাজ্যে ছুটে যান যুদ্ধক্ষেত্রে নিহত এক সেনাসদস্যের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে। এ সময় তার সঙ্গে ছিলেন বড় মেয়ে ইভাঙ্কা। ইভাঙ্কার উপস্থিতি যেন আরো একবার মনে করিয়ে দেয় ওয়াশিংটনে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ পরিবারের সদস্য হলেন তিনি। তাহলে কোথায় গেলেন মেলানিয়া ট্রাম্প?

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, মেলানিয়াকে সর্বশেষ জনসম্মুখে দেখা যায় ২১শে জানুয়ারি। সেদিন ওয়াশিংটনের জাতীয় ক্যাথেড্রালে ট্রাম্পের শপথ গ্রহণ-পরবর্তী একটি প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন তিনি। এর পরের দিনই ব্যারনকে সঙ্গে নিয়ে মেলানিয়া ফিরে যান নিউ ইয়র্কে। অথচ, ওই দিন ছিল এ দম্পতির ১২তম বিবাহবার্ষিকী।

ফার্স্টলেডির এক মুখপাত্র সেদিন বলেন, ফার্স্টলেডি মেলানিয়া সাময়িকভাবে ট্রাম্প টাওয়ারে (নিউ ইয়র্কে) ফিরে যাবেন। তার ভাষ্য, ‘স্কুল শুরু হওয়ার এক সপ্তাহ আগে তিনি নিউ ইয়র্কে ফিরছেন। তিনি ওয়াশিংটন ও নিউ ইয়র্কে ভাগাভাগি করে সময় কাটাবেন সামনের কয়েক সপ্তাহ।’ কিন্তু এরপর এখনও ওয়াশিংটনে ফিরেননি তিনি।

কিছু প্রতিবেদনে বলা হচ্ছে, ফার্স্টলেডি হোয়াইট হাউসে যাবেনই না। কিন্তু তার এক মুখপাত্র এমন সংবাদ প্রত্যাখ্যান করেছেন। তার জ্যেষ্ঠ উপদেষ্টা স্টেফানি উইন্সটন বুধবার বলেন, মেলানিয়া ওয়াশিংটনে যাবেন। তবে ব্যারনের স্কুল শেষ হওয়ার পর। এর মাঝে তিনি দুই শহরে ভাগাভাগি করে থাকবেন। উইন্সটনের ভাষ্য, ‘মেলানিয়া ট্রাম্প ফার্স্টলেডির ভূমিকা ও দায়িত্বকে খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। শপথ গ্রহণের পর খুব বেশিদিন হয়নি।’

কিন্তু এখন ফার্স্টলেডির অনুপস্থিতিতে, হোয়াইট হাউসের গতানুগতিক অনেক কাজ থমকে আছে। বুধবার ফার্স্টলেডির কার্যালয় আরেকটু সক্রিয় হয়েছে। জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে হোয়াইট হাউসের ভিজিটর’স প্রোগ্রামের সহকারী পরিচালক লিন্ডসে রেনল্ডকে ফার্স্টলেডির চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তিনি এক বিবৃতিতে বলেন, ‘আমি একজন পেশাদার ও খুবই অভিজ্ঞ একটি দলকে একত্রিত করছি। এ ধরনের প্রগতিশীল ও দূরদর্শী দলকে আমাদের দেশের জন্য একযোগে কাজ করাতে পেরে আমি আনন্দিত।’ কিন্তু এখনও নিজের কমিউনিকেশন্স পরিচালক ও সোস্যাল সেক্রেটারি নিয়োগ দেননি তিনি। পাশাপাশি, নিজের সরকারি কার্যাবলী, সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। জানানো হয়নি ওয়াশিংটনে কোন দিন তিনি কী করবেন।

সোমবার রাতে নিউ ইয়র্কে ফার্স্টলেডি ও ব্যারনকে কেনাকাটা করতে দেখা যায়। ব্যারন অবশ্য ম্যানহাটনে ঘুরে বেরিয়েছেন। সঙ্গে ছিল সিক্রেট সার্ভিসের নিরাপত্তা কর্মীরা। ওবামা প্রশাসনের কাছ থেকে ক্ষমতা গ্রহণকালীন সময়ে ট্রাম্প বলেছিলেন, তার স্ত্রী ও ছেলে খুব শিগগিরই হোয়াইট হাউসে আসবেন। ব্যারনের স্কুল শেষ হওয়া মাত্রই।

তবে নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে গত সপ্তাহে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র সপ্তাহান্তে হোয়াইট হাউসে থাকবেন তারা। কিন্তু শপথ গ্রহণের পর এখন পর্যন্ত একবারও হোয়াইট হাউজে দেখা মিলেনি মেলানিয়ার। এই সপ্তাহ শেষে ফ্লোরিডায় নিজেদের বাগানবাড়ি মার-অ্যা-লাগোতে স্বামীর সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। -এমজমিন
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে