আন্তর্জাতিক ডেস্ক: বিমানে উড়তে উড়তে স্ন্যাকস অনেকেই খেয়েছেন। দীর্ঘ বিমানযাত্রা হলে দুপুর বা রাতের খাবারও অনেক সময়ে চাইলে দেয়া হয়। তবে বিমানে বসে একেবারে রেস্তোরাঁর মতো কায়দায় যা চাই তা হাজির হতে পারে ভেবেছেন কখনও? নিশ্চয়ই নয়।
তবে জেনে নিন, এমনটা সম্ভব। লুধিয়ানার এক ব্যবসায়ী এমনটা সফল করে তুলেছেন। একটি বিমানের মধ্যেই খুলেছেন আস্ত একটি রেস্তোরাঁ। ভারতের এই রাজ্যে রয়েছে এমন উড়ো জাহাজ রেস্তোরাঁ! যেতে পারেন আপনিও পাঞ্জাবে অবস্থিত এই রেস্তোরাঁর নাম 'হাওয়াই আড্ডা'।
এই প্রথম ভারতের বিমান রেস্তরাঁ। গত মাসেই সমস্ত রকম আইনি জটিলতা কাটিয়ে রেস্তোরাঁটি পথ চলা শুরু করেছে। আর এখন সকলের কাছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। জানা গেছে, অচল একটি বিমানকে তুলে এনে সাজিয়ে গুছিয়ে রেস্তরাঁর চেহারা দেয়া হয়েছে। লুধিয়ানার ফিরোজপুরে এটিকে রাখা হয়েছে। শুধু রেস্তরাঁই নয়, এটিতে কাফে, বেকারি, কিটি হলেরও সুবিধা রয়েছে। সব মিলিয়ে পাঞ্জাবের মানুষের কাছে হাওয়াই আড্ডা পুরোপুরি হিট।
০৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ