শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:০৯:৫১

মাথায় বসানো ১০টা পরমাণু অস্ত্র! চিন ছাড়ল মিসাইল

মাথায় বসানো ১০টা পরমাণু অস্ত্র! চিন ছাড়ল মিসাইল

আন্তর্জাতিক ডেস্ক:  নতুন মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পর থেকে দক্ষিণ চিন সাগরের ‘দখলদারি’ নিয়ে চিনের সঙ্গে চাপা উত্তেজনা তৈরি হয়েছে আমেরিকার। তার মধ্যেই দূর পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম মিসাইল পরীক্ষা করল চিন। বিশ্ব রাজনীতিতে এ মুহূর্তে যথেষ্ট যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

গত মাসের শেষ দিকে DF-5C ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে চিন। যা পৃথকভাবে ১০টি পরমাণু অস্ত্র বহনে সক্ষম। শুধু তাই নয়, এই ১০টি অস্ত্র ১০টি বিভিন্ন টার্গেট এক সঙ্গে হিট করতে পারবে বলে দাবি করা হয়েছে। পেন্টাগন সূত্রে জানানো হয়েছে, চিনের সামরিক পরীক্ষা নিয়ে আমেরিকা প্রতিনিয়ত নজর রাখছে। আমেরিকার আন্দাজ, চিনের হাতে এ মুহূর্তে প্রায় ২৫০টি পরমাণু অস্ত্র রয়েছে।

যদিও চিনের সামরিক বিভাগ জানিয়েছে, এই পরীক্ষা হঠাত্‍ করে নেওয়া কোনও পদক্ষেপ নয়। পরীক্ষার অনুমতি চাইলেই তা পাওয়া যায় না। এর জন্য অন্তত এক বছর অপেক্ষা করতে হয়। গত বছর ফেব্রুয়ারি মাসে সেন্ট্রাল মিলিটারি কমিশনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। যা এ বছর জানুয়ারিতে গিয়ে মিলেছে। চিনের সামরিক বিভাগের এক মুখপাত্র বলেন, ‘ট্রাম্প গদিতে বসেছেন বলেই আমরা পরীক্ষা করছি এমনটা নয়। এটা হওয়ারই ছিল।’-এই সময়

০৩ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে