আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঁচটি দেশের নাগরিকদের ভিসা না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। ওই পাঁচটি দেশ থেকে চরমপন্থীরা কুয়েতে প্রবেশ করতে পারে আশংকা করে এই সিদ্ধান্ত নেয় মধ্যপ্রাচ্যের দেশটি।
কুয়েত যে পাঁচটি দেশের নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছে সেগুলো হল : পাকিস্তান, সিরিয়া, ইরাক, আফগানিস্তান ও ইরান। যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারির এক সপ্তাহের মাথায় কুয়েতও এ সিদ্ধান্ত নিল।
তবে কুয়েত পাকিস্তানের নাগরিকদের ভিসা দেবে না- এমন খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। সিরিয়ার নাগরিক প্রবেশের ওপর এর আগে একবার নিষেধাজ্ঞা জারি করেছিল কুয়েত। ২০১১ সালেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম