আন্তর্জাতিক ডেস্ক : বার বার চালক হর্ন বাজিয়ে ট্রেনের চালক সজাগ করছিলেন মহিলাকে। কিন্তু কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত কী হল?
ভারতের মুম্বাইয়ের চারনি রোড স্টেশনে রেল লাইনের উপর দিয়ে অন্যমনস্ক হয়ে হাঁটছিলেন এক মহিলা। তিনি লক্ষ্যই করেননি সামনে দ্রুত গতিতে ছুটে আসছে ট্রেন। রাত তখন ১২টা। চার্চগেটের দিকে ট্রেনটি নিয়ে যাচ্ছিলেন মোটরম্যান সন্তোষ কুমার গৌতম।
গৌতমের কথায়, গ্রান্ট রোড স্টেশন থেকে এগোতেই ট্রেনের গতি কমিয়ে দেন তিনি। ৭৫ কিলোমিটার থেকে গতিবেগ কমিয়ে করেন ৭০ কিলোমিটার। এর পর চারনি রোড স্টেশনে ট্রেনটির দাঁড়ানোর কথা ছিল। তখনই তিনি দেখতে পান একজন মহিলা ট্রেনলাইন ধরে এগিয়ে আসছেন ট্রেনেরই দিকে।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম