শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৩৭:২৯

কিমকে আমেরিকার হুঁশিয়ারি

কিমকে আমেরিকার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ক্রমাগত পরমাণু অস্ত্রের সম্ভার বাড়িয়ে চলেছে উত্তর কোরিয়া। ইতোমধ্যে যুদ্ধবাজ নেতা কিম জং, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একাধিকবার পরমাণু হামলার হুমকিও দিয়েছেন। এমনই পরিস্থিতিতে পিয়ংইয়ংকে চরম হুঁশিয়ারি দিল ওয়াশিংটন।

মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস মেটিস বলেছেন, কিম যদি পরমাণু যুদ্ধ শুরু করেন তাহলে তার দেশকে মানচিত্র থেকে মুছে দেয়া হবে। সম্প্রতি, দক্ষিণ কোরিয়ায় রয়েছেন মেটিস। দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে ক্রমশ বাড়তে থাকা উত্তেজনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি বলেন, পিয়ংইয়ং যুদ্ধ ঘোষণা করলে আমেরিকা সিওলের পাশে দাঁড়াবে।

কিম জং একের পর এক পরমাণু মিসাইল পরীক্ষা করে চলেছেন। এবং এগুলোর লক্ষ্য হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া, বলেও হুমকি দিয়েছেন তিনি। ইতোমধ্যে কিমের মিসাইল আক্রমণ প্রতিহত করতে, দক্ষিণ কোরিয়াতে মিসাইল ডিফেন্স সিস্টেম স্থাপন করেছে আমেরিকা। পাশাপাশি রয়েছে প্রায় ২৮,৫০০ মার্কিন সেনা। এছাড়াও জাপানে রয়েছে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা। দক্ষিণ চীন সাগরে ক্রমশ সঙ্ঘাতের পথে এগোচ্ছে আমেরিকা ও চীন।

প্রসঙ্গত, চীন সব সময় কিমের উত্তর কোরিয়াকে সমর্থন করে এসেছে। তাই পাল্টা চালে জাপান ও উত্তর কোরিয়াতে সৈন্য ঘাঁটিগুলো আরো মজবুত করছে ওয়াশিংটন। ভারতের সাথে ক্রমশ সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে মার্কিন সরকার।
০৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে