আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে সমর্থনের মাশুল কড়ায় গণ্ডায় বুঝে নিচ্ছে চীন। চীনের স্বার্থে পাকিস্তানের মধ্য দিয়ে একের পর রাস্তা তৈরি করা হচ্ছে। চীনা কোম্পানিগুলো পাকিস্তানে জমি কিনতে শুরু করেছে। অবস্থা এমনই যে পাকিস্তানের নিজস্ব সিমেন্ট, বিদ্যুৎ শিল্প চীনা কোম্পানিগুলোর সঙ্গে প্রবল প্রতিযোগিতার মুখে পড়বে। খবর আজকালের।
এসব সত্ত্বেও চীনকে রোখার কথা ভাবতেও পারছে না নওয়াজ শরিফ প্রশাসন। সম্প্রতি পাকিস্তানে রাস্তা তৈরির জন্য তাদের সঙ্গে ৫ হাজার ৭০০ কোটি ডলারের চুক্তি করেছে চীন। পাকিস্তানকে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ প্রকল্পের অংশ হিসেবে দেখছে বেজিং। তাছাড়া চীনে যখন শিল্প বৃদ্ধির হার মন্থর হয়ে আসছে তখন পাকিস্তানের মাধ্যমে তা পুনরুদ্ধার করতে চাইছে তারা।
সড়ক পথে চীন থেকে পণ্য এনে তা পশ্চিম এশিয়ায় বিক্রি করার পরিকল্পনা নিয়েছে তারা। ইউনুস ব্রাদার্স গ্রুপের চিফ এক্সিকিউটিভ মুহাম্মদ আলি তাব্বা বলেছেন, ‘চীনারা পকেট ভরে বড় বিনিয়োগের জন্য পাকিস্তানের দিকে তাকিয়ে আছেন।’ পাকিস্তানের বেসরকারিকরণ মন্ত্রী মোহাম্মদ জুবের জানিয়েছেন, ‘চীনের ইস্পাত গোষ্ঠী বাস্টল স্টিল ৩০ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত্ব স্টিল মিলকে লিজ নেওয়ার কথাবার্তা শুরু করেছে।’
৩ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস