আন্তর্জাতিক ডেস্ক: ক্রমশ যুদ্ধের দিকে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শরনার্থীদের ঠেকাতে মেক্সিকো সীমান্তে পাকাপাকিভাবে দেওয়াল তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। যা নিয়ে ক্রমশ মেক্সিকোর সঙ্গে উত্তেজনার পারদ চড়ছে আমেরিকার। এরই মধ্যে যুদ্ধের অশনি সঙ্কেত! মেক্সিকোয় সেনা পাঠানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদসংস্থা সূত্রে এমনটাই জানা গিয়েছে। গত সপ্তাহে মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে ফোনালাপের সময় ট্রাম্প এই হুমকি দিয়েছেন বলে দাবি সংবাদসংস্থার।
সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছে যে ফোনালাপে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, নেইতো সরকার যদি মেক্সিকো থেকে আমেরিকায় ‘বাজে লোকের প্রবেশ’ বন্ধ করতে না পারে তাহলে এসব লোকের আমেরিকায় আসা বন্ধ করতে সেনা পাঠানো হবে। ট্রাম্প বলেছেন, “এসব লোকের আমেরিকায় আসা ঠেকাতে আপনি যথেষ্ট কিছু করছেন না। আমার মনে হয় আপনার সেনাবাহিনী ভীত। কিন্তু আমাদের সামরিক বাহিনী তেমনটি নয় এবং সে কারণে বিষয়টি মোকাবেলা করার জন্য আমাদের সামরিক বাহিনী পাঠাতে পারি।”
শুধু সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেসেই এই খবর প্রকাশ হয়নি। একই ধরনের রিপোর্ট প্রকাশ হয়েছে মেক্সিকোর একটি ওয়েবসাইট। তবে মেক্সিকোর বিদেশ দফতর সেনা পাঠানোর বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। একই সঙ্গে তাঁদের পালটা দাবি, ট্রাম্প এবং মেক্সিকো প্রেসিডেন্টের মধ্যে আলোচনা একেবারেই গঠনমূলক ছিল।-কলকাতা২৪
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস