শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৫০:৩০

এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মমতার!

এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মমতার!

আন্তর্জাতিক ডেস্ক: এইচ-ওয়ান বি ভিসা নীতিতে পরিবর্তন আনতে চলেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে তথ্যপ্রযুক্তি শিল্পের কর্মীরা অসুবিধায় পড়বেন। বিশেষত আমেরিকায় যে সব ভারতীয় তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে যুক্ত তাঁদের চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। তাঁদের কথা ভেবেই উদ্বিগ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতির সমালোচনা করে টুইট করেছেন।

শুক্রবার সেক্টর ফাইভে বিধাননগর পুরসভার কাউন্সিলার রাজেশ চিরমারের নেতৃত্বে তৃণমূল কর্মীরা মৌনমিছিল করেন। প্রতিবাদ করেন এই ভিসা নীতির।-এবেলা
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে