শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৪৬:০৩

দুই জাহাজের সংঘর্ষ, সমুদ্রে ছড়িয়ে পড়ল তেল

দুই জাহাজের সংঘর্ষ, সমুদ্রে ছড়িয়ে পড়ল তেল

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৮ জানুয়ারি তামিলনাড়ুর এন্নোর বন্দরের কাছে দুই পণ্যবাহী জাহাজ একে অপরকে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় জাহাজের তেলের ট্যাঙ্কারে ফুটো হয়ে যায়। ফলে সমুদ্রে ছড়িয়ে পড়ে তেল। সমুদ্রের জলে ছড়িয়ে পড়া এই তেল সরানোর কাজ চলছে।

এই দুর্ঘটনার ফলে সমুদ্রে আনুমানিক ২০ টন তেল ছড়িয়ে পড়েছে। তেল সরানোর কাজে উপকূলরক্ষী বাহিনী ও সরকারি কর্মীরা ছাড়াও মত্স্যজীবী, স্থানীয়রাও সাহায্য করছেন। তেলের প্রভাবে কোনও কোনও জায়গায় কচ্ছপ ও মাছের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।-এবিপি আনন্দ
০৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে