আন্তর্জাতিক ডেস্ক: গত কয়েকদিন আগেই তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের মহিলা কর্মীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক তথ্যপ্রযুক্তি কর্মীর আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল৷ বৃহস্পতিবার পুণের এক তথ্যপ্রযুক্তি কর্মী অভিষেক কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন৷ পুণেতে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস-এ কর্মরত ছিল ২৩ বছরের অভিষেক৷
জানা গিয়েছে আত্মহত্যার আগে সেলফি তুলেছিল সে। যে বিছানার চাদরটি আত্মহত্যার সময় ব্যবহার করা হয়েছিল সেটা গলায় জড়িয়েই সেলফি তুলেছিলেন তিনি৷ পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল ১১.৩০ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে৷ অভিষেক কুমার কর্মসূত্রে পুণেতে থাকতেন৷ পুণের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে তিনি এবং তাঁর বন্ধুরা থাকতেন৷
ঘটনার দিন সকালে অভিষেক নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন৷ এরপরই তাঁর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ পুলিশ জানিয়েছে, তাঁর আদি বাড়ি উত্তরপ্রদেশে৷ সেখানেই থাকেন তাঁর পরিবারের সদস্যরা৷ তাঁদের খবর দেওয়া হয়েছে৷ আত্মহত্যার কারণ এখনও খুঁজে পাওয়া যায়নি৷ বিষয়টির তদন্ত করছে পুলিশ।-সংবাদ প্রতিদিন
০৪ ফেব্রুয়ারি, ২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ