শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:১৯:০৬

আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!

আমেরিকা-চিনের যুদ্ধ হলে জড়াবে আরও ৬ দেশ!

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ সহযোগী মনে করেন, আগামী ৫-১০ বছরের মধ্যেই একাধিক ইস্যুতে সংঘাত বাঁধতে পারে আমেরিকা ও চিনের৷ বিতর্কিত দক্ষিণ চিন সাগরে চিনের দাদাগিরি রুখতেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারে দুই দেশ, এমনটাই দাবি ব্রিটিশ মিডিয়ার।

হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা ও ট্রাম্পের সহযোগী স্টিভ ব্যানন সম্প্রতি একটি রেডিও শোয়ে এই আশঙ্কা প্রকাশ করেছেন৷ তাঁর মতে, শুধু দক্ষিণ চিন সাগরে আধিপত্যই আগামী দিনে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় স্বার্থের সংঘাত ঘটাবে।

ব্যানন বলেছেন, “কোনও সন্দেহ নেই যে চিন ওই বিতর্কিত দ্বীপে সামরিক সরঞ্জাম, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক আঘাত হানতে সক্ষম অস্ত্রশস্ত্র বসাচ্ছে৷” আমেরিকার ঘাড়ের কাছে কোনও কমিউনিস্ট দেশ নিঃশ্বাস ফেললে আমেরিকাও যে ছেড়ে কথা বলবে না, সেটাও ঠারেঠারে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পের এই ঘনিষ্ঠ সহযোগী।

তবে তাঁর আশঙ্কা, যুদ্ধ বাঁধলে শুধু আমেরিকা ও চিনই যে জড়িয়ে পড়বে এমনটা নয়৷ জাপান, রাশিয়া-সহ অন্তত ৬টি দেশও এই যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্টিভ ব্যানন।-সংবাদ প্রতিদিন

০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে