শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০১:২৯:৩৬

কীভাবে সীমান্তের ওপারে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা?

কীভাবে সীমান্তের ওপারে সার্জিকাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা?

আন্তর্জাতিক ডেস্ক: উরির সেনাছাউনিতে হামলার পরেই সীমান্তের ওপারে গিয়ে পাল্টা হামলা চালিয়েছিল ভারতীয় সেনা। সেনার সার্জিক্যাল স্ট্রাইকে ধ্বংস হয় জঙ্গিদের একাধিক লঞ্চপ্যাড। মারা যায় বহু জঙ্গিও। শুধু তাই নয়, জঙ্গিদের সাহায্যে এগিয়ে আসা পাক সেনাকেও পাল্টা জবাব দেয় সেনাবাহিনীর বিশেষ দলটি। পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের পরেই ভারতীয় সেনার ডিজিএমও রণবীর সিং সাংবাদিক সম্মেলন করে হামলার সত্যতা শিকার করে নেন। যদিও পাক সেনা ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের কথা অস্বীকার করে।

কিন্তু কীভাবে এই সার্জিক্যাল স্ট্রাইক সম্ভব হল, সেটা সেনার তরফ থেকে এতদিন পর্যন্ত জানানো হয়নি। কারণ এর ফলে সীমান্তে ফের উত্তেজনা ছড়াতে পারে বলে মনে করা হচ্ছিল। অবশেষে সার্জিকাল স্ট্রাইক সংক্রান্ত সেই তথ্য হাতে এসেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের। জওয়ানদের নিরাপত্তার কারণে নাম প্রকাশ করা না হলেও শৌর্য পুরস্কার প্রাপ্ত জওয়ানরা বীরত্বের সাহায্যে কীভাবে শত্রুদের ঘায়েল করেছেন, সেটা জানানো হয়েছে ওই রিপোর্টে।

ওইদিন জঙ্গিদের সাহায্যে যে পাক সেনা এগিয়ে এসেছিল, সেটাও এই রিপোর্টে জানান হয়েছে। সংবাদমাধ্যমের হাতে আসা রিপোর্টে লেখা, ‘দু’দলের কথোপকথনে জানা গেছে, ভারতীয় সেনার হামলায় জঙ্গি ও তাদের সাহায্যে এগিয়ে আসা পাক সেনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ রিপোর্টে আরও বলা হয়েছে, দুই জওয়ান প্রথমে লঞ্চপ্যাডগুলোর সামনে পাহারারত দু’জনকে মেরে ফেলে। তারপর তাঁরা আরও চারজনকে মুখোমুখি লড়াইতে হারায়।

এছাড়া অপর এক সেনা অফিসার জওয়ানদের একটি দল নিয়ে একইভাবে শত্রুদের নিকেশ করতে থাকেন। জঙ্গি এবং পাক সেনার গুলিকে উপেক্ষা করে তিনি নিজের দলকে নিয়ে এগিয়ে যান এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানেন। এমনকী সংখ্যাধিক্যে পিছিয়ে পড়েও দলের অন্যান্য জওয়ানদের উদ্বুদ্ধ করে শত্রুদের ওপর হামলা চালান তিনি। উল্লেখ্য, এরা প্রত্যেকেই শৌর্য পুরস্কার পেয়েছেন।-সংবাদ প্রতিদিন

০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে