শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:৪৭:০১

পানির ট্যাঙ্ক নির্মাণে বাধা, বেধড়ক মারধর মহিলাকে!

পানির ট্যাঙ্ক নির্মাণে বাধা, বেধড়ক মারধর মহিলাকে!

আন্তর্জাতিক ডেস্ক:  ঠিক বাড়ির সামনেই তৈরি হচ্ছিল পানির ট্যাঙ্ক৷ সরপঞ্চের বাড়ির এই কাজে বেজায় অসুবিধায় পড়েছিলেন বিধবা সুধা৷ প্রতিবাদ করায় জুটল বেধড়ক মারধর৷ সম্প্রতি সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ায় মাত্রই নেটদুনিয়ায় ভাইরাল। ঘটনা অন্ধপ্রদেশের অনন্তপুর জেলায়।

ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যাচ্ছে, এক মহিলাকে ফেলে মারধর করছেন  ৩জন ব্যক্তি৷ তাদের মধ্যে আছে গ্রামের সরপঞ্চও৷ বিবাদের সূত্রপাত একটি পানিধার নির্মাণকে কেন্দ্র করে৷ জানা যাচ্ছে, সরপঞ্চের বাড়ির জন্যই তৈরি হচ্ছিল ওই জলাধার৷ সেটি ঠিক সুধার বাড়ির সামনেই৷ এই কাজে বাধা দিয়েই সরপঞ্চের বিরাগভাজন হন সুধা৷

তাঁর দাবি ছিল, পানিধারটি বাড়ির সামনে না করে অন্য কোথাও করার৷ কিন্তু মানতে নারাজ ছিলেন সরপঞ্চ নাগরাজু৷ নিজের যুক্তিতে অটল থেকে সরপঞ্চের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুধা৷ আর তারপরই সরপঞ্চ ও তার দুই সঙ্গী বেধড়ক মারধর করে সুধাকে। ইতিমধ্যেই এ ঘটনায় কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ৷ সরপঞ্চ ও তার দুই সঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছে৷ মহিলা নিগ্রহের অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে।-জিনিউজ

০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ
০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে