শনিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৭, ০৭:৪২:১২

আল্লার নাম নিয়ে প্যারিসে জঙ্গি হানা!

আল্লার নাম নিয়ে প্যারিসে জঙ্গি হানা!

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরে ফের সুর কাটল প্যারিসের। পুলিসের তৎপরতায় অল্পের জন্য বড় ধরনের হামলার ঘটনা এড়াতে পারল প্যারিস। প্যারিসের ল্যুভর মিউজিয়াম এলাকার ভূগর্ভস্থ শপিংমলের সামনে দাঁড়িয়ে থাকা সেনা ও নিরাপত্তারক্ষীরদের উপর আচমকাই হামলা চালায় এক আততায়ী। হাতে চপার নিয়ে আল্লাহু আকবর বলে চিৎকার করতে করতে সেনাদের দিকে এগিয়ে যায় সে।

ফরাসি পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ ‘‌ক্যারুজ দ্যঁ’‌  মলের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকে চপার দিয়ে আক্রমন করতে তেড়ে যায় ২৯ বছরের মিশরীয় যুবক। বিপদ বুঝে তৎক্ষণাৎ প্রত্যাঘাত করে পুলিশ। পুলিশের করা পরপর পাঁচটি গুলি লাগে হামলাকারীর তলপেটে। এরপরেই মাটিতে লুটিয়ে পড়ে সে। তবে জানা গিয়েছে গুলি লাগার পরেও হামলাকারি নাকি বেঁচে ছিল।

প্যারিস পুলিশ সূত্রে এও জানা গিয়েছে চলতি বছরের ২৬ জানুয়ারি দুবাই থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে সে প্যারিসে পা রাখে। কায়রোর নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গিয়েছে হামলাকারী আবদুল্লা রেদা আল হামামি উত্তর-পূর্ব কায়রোর বাসিন্দা। ঘটনাস্থল থেকে আরও একজন সন্দেহভাজনকেও গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের উচ্চপদস্থ আধিকারিক মাইকেল ক্যাডট জানিয়েছেন আবদুল্লার থেকে আরও একটি চপার এবং পিঠে দু’‌টি ব্যাকপ্যাক উদ্ধার করা গিয়েছে। তবে ওই ব্যাগে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। হামলাকারী কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে সে যুক্ত ছিল কি না সে সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি প্যারিস পুলিশ। তবে ফরাসি প্রধানমন্ত্রী বার্নার্ড ক্যাজেনিউভ দাবি, এটি সন্ত্রাসবাদী হামলাই ছিল।

ঘটনার পরেই চটজলদি ওই এলাকা এবং আসপাশের অঞ্চল ঘিরে ফেলে পুলিশ। যাঁরা মিউজিয়ামের ভিতরে ছিলেন তাঁদের এখনও বেরোতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, শুক্রবারই ২০২৪ সালের অলিম্পিক গেমস হোস্ট করার চূড়ান্ত খসড়া জমা দেওয়ার কথা ছিল এবং বিকেল ৫.৩০-এ আইফেল টাওয়ারে একটি লঞ্চ শো হওয়ার কথাও ছিল। তার আগেই ঘটে যায় এই ঘটনাটি।-কলকাতা২৪

০৪ ফেব্রুয়ারি ২০১৭/এমটি নিউজ২৪ ডটকম/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে