শনিবার, ১৭ অক্টোবর, ২০১৫, ০১:০৩:২৭

ভারতে থাকলে গোমাংস ছাড়তে হবে মুসলিমদের : হরিয়ানা মুখ্যমন্ত্রী

ভারতে থাকলে গোমাংস ছাড়তে হবে মুসলিমদের : হরিয়ানা মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে থাকতে গেলে গোমাংস ছাড়তে হবে মুসলিমদের। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। তাঁর এই মন্তব্য ঘিরে স্বাভাবিকভাবেই নতুন বিতর্ক দেখা দিয়েছে। একটি সর্বভারতীয় ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে হরিয়ানা মুখ্যমন্ত্রী বলেছেন, ‘‘মুসলিমরা এদেশে থাকতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে গোমাংস খাওয়া ছাড়তে হবে তাদের।’’ দেশের অধিকাংশ মানুষের অনুভূতি রক্ষার্থে মুসলিমদের এটা করতে হবে বলে দাবি তার। এই সাক্ষাত্কার প্রকাশ্যে আসার পরে স্বাভাবিকভাবেই নতুন করে বির্তক শুরু হয়ে গেছে। আর ঘরে বাইরে প্রবল সমালোচনার মুখে পরে মুখ্যমন্ত্রী দপ্তর (CMO) থেকে জানানো হয়েছে, এই ধরনের কোনও মন্তব্যই করেননি মনোহর খট্টর। ১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে