আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রকে কার্যত বৃদ্ধা আঙুল দেখিয়ে ফের বড় ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ইরান৷ সূত্রের খবর, শনিবার রেভোলিউশনারি গার্ড বাহিনীর একটি মহড়ায় ব্যালিস্টিক মিসাইল ছুঁড়বে ইরান৷
ওয়াকিবহাল মহলের দাবি, ওয়াশিংটনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে এই ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইরান দেখাতে চায়, কোনও বিদেশি শক্তির কাছে তারা মাথা নত করবে না৷ পাশাপাশি, ইরানের সেনাবাহিনীর ওয়েবসাইটে এও দাবি করা হয়েছে, কোনও বিদেশি হুমকির মুখে পড়ে ইরান পিছিয়ে আসবে না৷ প্রয়োজনে যুদ্ধেও জড়াতে সম্পূর্ণ প্রস্তুত৷ এদিন সেনাবাহিনীর মহড়ায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল ও রেডার সিস্টেম, সাইবার যুদ্ধের বিভিন্ন প্রস্তুতি প্রদর্শিত হবে৷ ৭৫ কিলোমিটার পর্যন্ত পাল্লার ক্ষেপণাস্ত্র এদিনের মহরায় নিক্ষেপ করা হবে৷
সৌদি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইয়েমেনি বিদ্রোহীদের হামলার পাল্টা জবাব দিতেও প্রস্তুত তেহরান৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর কয়েকটি নিষেধাজ্ঞা শিথিল করতেই ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে পাল্টা আমেরিকাকেই কড়া বার্তা দিতে চলেছে ইরান৷ মার্কিন প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস ইরানকে ‘জঙ্গিদের মদতদাতা’ বলে উল্লেখ করেছেন৷ যদিও এখনই মধ্য-প্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করছেন না ট্রাম্প৷ পাল্টা ইরানও হুমকি দিয়ে রেখেছে, আমেরিকা ও মার্কিন সংস্থাগুলির বিরুদ্ধে তারাও যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে৷ সংবাদ প্রতিদিন
৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস