আন্তর্জাতিক ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় খাবার নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) -এর তেজ বাহাদুর যাদবের অভিযোগের জের ধরে সীমান্তে ভারতীয় সেনাদের ব্যঙ্গ করছে পাকিস্তানের সেনারা। তারা খাবার নিয়ে ভারতীয় সেনাদের কটাক্ষ করছে। বিএসএফ সূত্রে এই খবর জানা গিয়েছে। খবর এবিপির।
গুজরাত সীমান্তের এক উচ্চপদস্থ বিএসএফ কর্মকর্তা বলেছেন, ‘বারমের সেক্টরের মতো বেশ কয়েকটি জায়গায় ভারত ও পাকিস্তানের সেনা চৌকির অবস্থান পাশাপাশি। সেখানে পাক সেনারা আমাদের সেনাদের উত্যক্ত করছে। ওরা বলছে, খিদে পেলে আমাদের কাছে চলে এসো। আমাদের কাছে খাবার আছে।’
তেজ বাহাদুরের পরে অপর এক বিএসএফ সদস্য নবরত্ন চৌধুরীও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দুর্নীতির অভিযোগ করেছেন। তিনি কচ্ছের গাঁন্ধীধামে বিএসএফ-এর হেড কনস্টেবল। নবরত্নর এই অভিযোগ নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিএসএফ সূত্রে খবর, তেজ বাহাদুর সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করায় উল্লসিত আইএসআই। সেনাদের অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু হয়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের ফলে বাহিনীর মনোবল ধাক্কা খাচ্ছে। আইএসআই এবং জঙ্গিরা এর সুযোগ নিচ্ছে বলে জানিয়েছে ভারতের সেনা সূত্র।
৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস