আন্তর্জাতিক ডেস্ক : মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া বিচারকের কড়া সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি ওই রায়কে বাতিল করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। খবর বিবিসির।
নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ দেওয়া ফেডারেল বিচারক জেমস রবার্টকে ‘তথাকথিত’ বিচারক হিসেবে সম্বোধন করেছেন ট্রাম্প। তার মতে, ওই বিচারকের ‘হাস্যকর’ মত যুক্তরাষ্ট্র থেকে ‘আইন শৃঙ্খলা প্রয়োগকে দূরে সরিয়ে নিয়েছে’। বিচারক রবার্ট রায়ে বলেছিলেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা অসাংবিধানিক। এ রায়ের পর বেশ কয়েকটি এয়ারলাইন বলছে, তারা এখন নিষেধাজ্ঞার আওতাধীন দেশগুলোর নাগরিকদেরও আমেরিকাগামী বিমানে চড়তে দিচ্ছেন।
বিচারকের এ রায়ে হোয়াইট হাউজ এক বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবার ট্রাম্প নিজেই টুইটারে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন, ‘এই তথাকথিত বিচারকের অভিমত, যা আমাদের দেশ থেকে আইন শৃঙ্খলার প্রয়োগকে কার্যত হরণ করছে, তা হাস্যকর এবং এটি উল্টে যাবে।’ ট্রাম্প প্রশাসন বলছে, গত সপ্তাহে প্রয়োগ করা ওই নির্বাহী আদেশ দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত করতে।
৪ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএ