রবিবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:৫৫:৪৬

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস ট্রাম্পের

ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় কাজ করার আশ্বাস ট্রাম্পেরমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া ও অন্যান্য পক্ষের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, ২০১৪ সালে রুশ বাহিনী ক্রিমিয়ার স্থানীয় বিদ্রোহী প্রশাসনের সহযোগিতায় ওই ভূখণ্ড দখল করে এটিকে রাশিয়া ফেডারেশনের অংশ বলে ঘোষণা দেয়। এর আগে পর্যন্ত ক্রিমিয়া ছিল ইউক্রেনের অংশ।

এর পর থেকে মুখোমুখি অবস্থানে রয়েছে রাশিয়া ও ন্যাটো। ইউক্রেনে থেমে থেমে সংঘর্ষের ঘটনাও রয়েছে অব্যাহত। এর পর থেকেই এই ঘোষণা দেন ট্রাম্প।

সম্প্রতি মস্কো সমর্থিত বিদ্রোহী ও ইউক্রেন সরকার আবারও সহিংস সংঘর্ষে জড়িয়েছে। আর এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এমন এক পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে কথা হয় পোরোশেঙ্কোর।

রাশিয়ার সঙ্গে ট্রাম্প প্রশাসন ভাল সম্পর্কে আগ্রহী। তবে পোরোশেঙ্কোকে আশ্বাস দিয়ে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার প্রশ্নে হোয়াইট হাউসের এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন, ‘আমরা ইউক্রেন এবং রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করব এবং উভয় দেশের সীমান্তে শান্তি বজায় রাখতে সাহায্য করব।’-রয়টার্স।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে