সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪২:১৯

সাদ্দাম এখনো জীবিত, ইরাক পুনরুদ্ধারের চেষ্টা করছেন, চাঞ্চল্যকর দাবি মিশরীয় সাংবাদিকের

সাদ্দাম এখনো জীবিত, ইরাক পুনরুদ্ধারের চেষ্টা করছেন, চাঞ্চল্যকর দাবি মিশরীয় সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক : সাদ্দাম হোসাইন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়ে তার এক বন্ধু দাবি করেছেন যে, সাদ্দাম হোসাইন জীবিত আছেন। এমনকি তার সঙ্গে ২০০৬ সালের পর এ পর্যন্ত তিনি চারবার দেখাও করেছেন।

এমন বিস্ময়কর দাবি সাধারণ কোনো ব্যক্তির নয়, তিনি হলেন মিশরীয় সাংবাদিক আনিস আদদেগদি। আর এ খবর দিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা ডেইলি স্টার।  

এক সাক্ষাৎকারে মিশরীয় সাংবাদিক আনিস আদদেগদি করেছেন যে, সাদ্দাম হোসাইন এখনো বেঁচে আছেন এবং সে ইরাক পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছেন। ৫৬ বছর বয়সী দেগদি সাদ্দাম হোসাইনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আরব বিশ্বে।

দেগদি বলেন, ২০০৬ সালের পর সাদ্দামের সঙ্গে আমার চারবার সাক্ষাৎ হয়েছে। প্রথমবার ২০১০ মুয়াম্মার গাদ্দাফির সেনা কমান্ড ‘বাবুল আজিজ’-এ। দ্বিতীয় ও তৃতীয় বার লিবিয়ার ত্রিপলিতে সাক্ষাৎ হয় এবং চতুর্থবার সাক্ষাৎ হয় ইরানের রাজধানী তেহরানে। দেগদি বলেন, সাদ্দাম হোসাইন বেশি তেহরানেই অবস্থান করেন। কেননা ইরান সরকার তাকে সহযোগিতা করে থাকে। তবে সে কোথাও স্থির থাকে না।

প্রসঙ্গত, ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসাইনকে ফাঁসি দেয়া হয় অনেকটা প্রকাশ্যে দিবালোকে। ২০০৬ সালে তার ফাঁসির দৃশ্য সরাসরি সম্প্রচার করে ইরাকের জাতীয় টেলিভিশন।
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে