সোমবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৭, ০৮:৪৯:২৭

ম্যাসেজ পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চীনে নিহত ১৮

ম্যাসেজ পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ড, চীনে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক : চীনের পূর্বাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ ঝিজিয়াংয়ের একটি ম্যাসেজ পার্লারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরো দু’জন।

রবিবার বিকেলে প্রদেশের তিয়ানতাই এলাকার একটি পায়ের ম্যাসেজ পার্লারে আগুন ধরে যায়।

চীনা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পার্লারটিতে আগুন ধরে যাওয়ার পর কর্মচারীদের জানালা দিয়ে লাফ দিয়ে বের হতে দেখা গেছে। খবর পেয়ে দ্রুত অগ্নিনির্বাপক দল সেখানে পৌঁছায়। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানা যায়নি।

প্রসঙ্গত, চীনে ভবন নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটির কারণে প্রায়ই অগ্নিকাণ্ড ঘটে। এছাড়া ভবন থেকে বের হওয়ার পথ প্রায় রুদ্ধ থাকায় দুর্ঘটনায় হতাহতের সংখ্যাও বেড়ে যায়।
০৬ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে