আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাক সম্পর্কে কী উষ্ণতা ফিরে আসছে? এমন একটা জল্পনা ডানা মেলছে বেশ কয়েকদিন ধরেই। কিন্তু যে সম্পর্কে চরম শৈত্য বাসা বেঁধেছিল, তা হঠাত্ করে কীভাবে উত্তাপ সংগ্রহ করল? টাইমস অফ ইন্ডিয়া সূত্রে জানা যাচ্ছে, পাকিস্তানে ভারতের দূত গৌতম বাম্বাওয়ালের সঙ্গে দেখা হয় নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফের।
নওয়াজের ভাই হওয়ার পাশাপাশি শাহবাজের আরও একটি পরিচয় রয়েছে। তিনি পাকিস্তানের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় সীমান্তে আটকে পড়া এক পাক বালককে সীমান্ত টপকে তার নিজের দেশে ফিরে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত। আর এই ঘটনার ঠিক পরের দিনই গৌতমের সঙ্গে সাহবাজের বৈঠক হয়। ফলে এখন মনে করা হচ্ছে, কূটনীতির এই দুই জোড়া ফলাতেই হয়, কিঞ্চিত সুপবন বইবে ইন্দোপাক সম্পর্কে।-জিনিউজ
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/সবুজ/এসএ