মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৪:৩৫:২৫

ট্রেন থেকে উধাও ভারতের ৫৯ কোবরা কমান্ডো!

ট্রেন থেকে উধাও ভারতের ৫৯ কোবরা কমান্ডো!

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন সফরের সময় উধাও ৫৯ জন ভারতের সিআরপিএফ ‘‌কোবরা’‌ সেনা! অবশেষে তাদের খোঁজ পাওয়া গেছে। সপ্তাহ শেষের অবসরে এরা সকলেই গিয়েছিলেন ছুটি কাটাতে। তবে ছুটি নেওয়ার জন্য আগাম নোটিস দেননি কেউই। তাই সিআরপিএফ কর্তৃপক্ষের কেউই বুঝতে পারেননি, হঠাৎ কোথায় উধাও হয়ে গেলেন এরা। খবর আজকালের।

শেষ পর্যন্ত খবর পাওয়া গেল, মুঘলসরাই স্টেশনে ট্রেন দাঁড়ানোর সময়েই সকলে মিলে ট্রেন থেকে নেমে হাঁটা দেন। তারপর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না এঁদের। খোঁজ মিলতেই সিআরপিএফ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এভাবে ট্রেন থেকে নেমে চলে যাওয়াটা অন্যায়। ৫৯ জনের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পশ্চিম বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় রবিবার রাতে হঠাৎই উধাও হয়ে যান, মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে সুদক্ষ  ‘‌কোবরা’‌ সেনারা। জম্মু ও কাশ্মীর থেকে কাজে যোগ দিতে বিহারে যাচ্ছিলেন এরা। পাঁচ সপ্তাহের জন্য তাদের অনুশীলন হওয়ার কথা ছিল গোয়াতে। নিখোঁজ হওয়ার পরেই কোবরা সেনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, সেনারা কোথায় গিয়েছেন, সেটা তাদের জানাননি। এরা সকলেই ২০১১ সালে সিআরপিএফ–এ যোগদান করেছিলেন। ঘটনার জেরে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক সেনা কর্মকর্তা বলেন, ‘‌যেহেতু যে এলাকায় ঘটনাটি ঘটেছে, তাই নাশকতা বা অপহরণের সম্ভাবনাও আমরা উড়িয়ে দিতে পারছি না। জঙ্গলে তল্লাশি চলছে। দিল্লি থেকে তদন্তের নির্দেশ এসেছে। ওই ট্রেনটিতে ওই সেনাদের সঙ্গে যারা সফর করছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ ওই সেনাদের প্রশিক্ষকও জানিয়ে দেন, তিনি সন্দেহজনক কিছু দেখেননি। তবে নিখোঁজ হওয়ার আগে যে সেনারা সশস্ত্র ছিলেন না, সেটা জানিয়েছিলেন ওই প্রশিক্ষক। ‌‌
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে