আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল আফগান সুপ্রিম কোর্ট। কাবুলের প্রাণকেন্দ্রে এই বিস্ফোরণে এখনো পর্যন্ত মৃত ২০। আহত হয়েছেন অন্তত ৪৮ জন। আত্মঘাতী হামলা বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। খবর রয়টার্সের।
বিস্ফোরণের পরই রাস্তাজুড়ে ছড়িয়ে থাকতে দেখা যায় দেহ। চারিদিকে চাপ চাপ রক্তের দাগ। আহতদের নিয়ে ছুটতে থাকে অ্যাম্বুলেন্স। এমনটাই জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আদালতের কর্মীরা বাসে ওঠার সময় আত্মঘাতী বিস্ফোরণটি ঘটে। তবে বিস্ফোরণের দায় এখনো পর্যন্ত কেউ নেয়নি।
সূত্রের খবর, আদালতের কর্মীরা যখন বাসে উঠছিলেন তখনই আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় এক জঙ্গি। কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা মার্কিন দূতাবাসে যায় ওই রাস্তাটি। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। পৌঁছায় অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের ইঞ্জিন। ঘটনায় আল কায়দার হাত থাকতে পারে বলে অনুমান। বিস্ফোরণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস