আন্তর্জাতিক ডেস্ক : আশঙ্কায় কি তাহলে সত্যি হতে চলেছে? বাঁধতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেজন্যে রাশিয়ার সেনাবাহিনীকে দ্রুত প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাশিয়ার সর্বাধুনিক যুদ্ধবিমানগুলিকে প্রস্তুত করতে বলা হয়েছে। আর এই নির্দেশ দিয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট পুতিন।
রুশ সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু। আর এই নির্দেশ ঘিরেই এখন গোটা মস্কোজুড়ে সাজো সাজো রব। শুধু তাই নয়, পুতিনের এই নির্দেশের প্রতি মুহূর্তের আপডেট রাখছেন বিশ্বের তাবড় তাবড় সামরিক পর্যবেক্ষকরা। কিন্তু হঠাত করে কেন বিশ্বে তৃতীয় বিশ্ব যুদ্ধের আঁচ এসে পড়ল?
মনে করা হচ্ছে, যেভাবে রাশিয়ার সীমান্তে একের পর এক অত্যাধুনিক সামরিক সজ্জা সাজাচ্ছে ন্যাটো। সেখানে দাঁড়িয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে যুদ্ধ বাঁধলে বিষয়টি গোটা বিশ্বের জন্যে মোটেই সুখকর নয়,তা কার্যত স্পষ্ট জানাচ্ছেন সামরিক পর্যবেক্ষকরা।
অন্যদিকে, রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী সার্জেই শোইগু জানিয়েছেন, সেনার থেকেও দেশের যুদ্ধবিমানকে দ্রুত তৈরি থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এমনকি, যে সমস্ত জায়গায় বিমানবাহিনীর খামতি রয়েছে তা দ্রুত ঠিক করার নির্দেশ এসেছে উঁচুতলা থেকে। আর এই নির্দেশ পেতেই বাহিনীর শীর্ষ আধিকারিকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন প্রতিরক্ষামন্ত্রী।
প্রসঙ্গত, যুদ্ধের নির্দেশ দেওয়ার অনেক আগে থেকে ন্যাটোকে রুখতে ধীরে ধীরে সেনা সাজাচ্ছে রাশিয়া। ইতিমধ্যে রাশিয়ান সীমান্তে মোতায়েন করা হয়েছে রাশিয়ান অত্যাধুনিক মিসাইল সিস্টেম এস-৪০০। পাশাপাশি মোতায়েন করা হয়েছে দেশের সেনাবাহিনী। আর এবার একধাপ এগিয়ে সরাসরি যুদ্ধের হুঙ্কার রাশিয়ান প্রেসিডেন্টের। কলকাতা ২৪
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস