বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:০৮:২১

৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব থেকে গত চার মাসে প্রায় ৪০ হাজার পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। মঙ্গলবার এ খবর দিয়েছে একটি সৌদি গণমাধ্যম।

সৌদি আরবের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, কর্মক্ষেত্র ও বাসস্থানের নিয়ম লঙ্ঘন করায় পাকিস্তানিদের ফেরত পাঠানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, জঙ্গি সংগঠন আইএস কর্তৃক পরিচালিত কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে সৌদি আরবে অবস্থানরত বেশ কয়েকজন পাকিস্তানির বিরুদ্ধে। এর মধ্যে মাদক পাচার, চুরি ও জালিয়াতির পাশাপাশি শারীরিকভাবে হেনস্থাও করেছেন কেউ কেউ।

সৌদি আরবের শুরা কাউন্সিলের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল-সাদান মনে করেন, পাকিস্তানিদের কাজে নিয়োগ দেওয়ার আগে তাদের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে নেওয়া উচিত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সন্ত্রাস ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সন্দেহভাজন ৮২ জন পাকিস্তানিকে জেলহাজতে রাখা হয়েছে। সম্প্রতি জেদ্দার আল-হারাজাত ও আল নাসীম জেলায় সংঘটিত সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটককৃতদের মধ্যে নারীসহ ১৫ জন পাকিস্তানিও ছিলেন। -সৌদি গেজেট
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে