বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০২:২৩:৩০

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল বেলুচিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার ভোররাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাসনি শহরের ২০ কিলোমিটার দূরে ২৫ দশমিক ৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ দফতর (ইউএসজিএস)।

তবে বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক আসলাম তারিন জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬।

ভোররাত  ৩টা ৪ মিনিটের সময়ে গাদার, মাকরান এবং পাসনিতে কম্পন অনুভূত হয়। এ সময় এসব এলাকার বাসাবাড়িতে ঘুমিয়ে থাকা লোকজন জেগে ওঠে। তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে