বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:০৫:৪২

যে কারণে ট্রাম্পে কৃতজ্ঞ খামেনির

যে কারণে ট্রাম্পে কৃতজ্ঞ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের 'আসল চেহারা' দেখানোর জন্য দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
 
মঙ্গলবার তেহরানে ইরানি সেনাবাহিনীর কর্মকর্তাদের সামনে বক্তব্য রাখতে গিয়ে খামেনি বলেন, 'আমরা এই ভদ্রলোকের প্রতি কৃতজ্ঞ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের আসল চেহারাটা প্রকাশ করে দিয়েছেন।'
 
তিনি বলেন, 'আমরা ৩০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক এবং সামাজিক ‌যে দুর্নীতির কথা বলেছিলাম এই ভদ্রলোক নির্বাচনের আগে ও পরে তা প্রকাশ্যে এনেছেন।'
 
তার বক্তব্যের সমর্থনে মার্কিন বিমানবন্দরে ইরানি এক শিশুর হাতে হাতকড়া পরানোর কথাও উল্লেখ করেন তিনি।
 
ইরানের অবিসংবাদী নেতা বলেন, 'পাঁচ বছরের শিশুর হাতে হাতকড়া পরিয়ে মার্কিন ‌যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে সেদেশে মানবাধিকারের চেহারাটা ঠিক কি রকম!'
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে