বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:২৭:৩২

বাথরুমে স্নান করা নিয়ে মনমোহন সিংকে একহাত নিলেন মোদি!

বাথরুমে স্নান করা নিয়ে মনমোহন সিংকে একহাত নিলেন মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : শুরু হয়েছিল গতকাল। আজও তার রেশ ধরে রাখলেন। রাজ্যসভায় কংগ্রেসকে নজিরবিহীন ভাবে আক্রমণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল রাহুল গান্ধীকে, তারপর আজ কংগ্রেস সরকারের আমলে দুর্নীতি প্রসঙ্গ টেনে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একহাত নেন তিনি।

মোদির কথায়, ''মনমোহন সিংয়ের সময়ে দুর্নীতির কোনও আঁচ মনমোহন সিংয়ের ওপর আসেনি। কারণ তিনি খুব নিপুণভাবে বাথরুমে রেইনকোট পড়ে স্নান করার কৌশলটা রপ্ত করেছিলেন।'' মোদির এই বক্তব্যের পর রাজ্যসভা হাসিতে ফেটে পড়ে। তবে, তার কথার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন কংগ্রেস সাংসদরা।

গত কয়েকদিন ধরেই, নোট বাতিল থেকে বাজেট সহ একাধিক বিষয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিল ভারতের বিরোধী দলগুলো। খাতায় কলমে আজই নোটবাতিলের ৩ মাস পূর্ণ হল। এদিনই ফের ট্যুইট করে মোদিকে কড়া ভাষায় বিঁধলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে