বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৫৩:৩৩

মেয়ের পক্ষে সাফাই গেয়ে বিপাকে ট্রাম্প

মেয়ের পক্ষে সাফাই গেয়ে বিপাকে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : নিজের মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের পোশাকসহ পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয় মার্কিন চেইন শপ নর্ডস্ট্রম কর্তৃপক্ষ।

তাদের এমন সিদ্ধান্তের সমালোচনা করে প্রেসিডেন্ট প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের ব্যক্তিগত একাউন্ট ব্যবহার করেন। পরে মার্কিন প্রেসিডেন্টের জন্যে নির্ধারিত টুইটার একাউন্ট ব্যবহার করেন ট্রাম্প।

টুইট বার্তায় নর্ডস্ট্রমকে দোষারোপ করে তিনি বলেন, ইভাঙ্কার সাথে অন্যায় আচরণ করা হয়েছে।

হোয়াইট হাউজের টুইটার একাউন্ট থেকে ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার বিষয়টির তীব্র সমালোচনা করছেন অনেকে।

একজন ডেমোক্রেট সিনেটর এমন কাজকে খুবই ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন।

আর আগে হোয়াইট হাউজের নীতিসংক্রান্ত বিষয় দেখতেন এমন একজন ব্যক্তি এটিকে বলেছেন, ‘ভয়াবহ’।

নর্ম এইজেন নামের সেই ব্যক্তি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে স্থানীয় আদালতের শরণাপন্ন হবারও পরামর্শ দেন।

পেনসেলভেনিয়ার সিনেটর বব কেসির মুখপাত্র এর সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাজের সাফাই দেয়া হয়েছে। মুখপাত্র সেন স্পাইসার সমালোচনাকারীদের নীতি নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, এটি সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বন করা- এখানে অন্য কিছু যারা খুঁজছেন তারাই বরং বিপথে রয়েছেন।

তবে সমালোচনাকারীরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের কার্যকলাপ অনেক বেশী ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট। সূত্র: বিবিসি
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে