বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ০৩:০৮:৪৯

থমথমে কাশ্মীর, আফজল গুরুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

থমথমে কাশ্মীর, আফজল গুরুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে আফজল গুরুর মৃত্যুর চতুর্থ মৃত্যুবার্ষিকী বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে বৃহস্পতিবার থমথমে কাশ্মীর। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনাবাহিনী। বন্ধ রয়েছে দোকানপাট। বানিহাল থেকে বারামুল্লা ট্রেন চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রেল পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে৷ আফজল গুরুর ফাঁসির প্রতিবাদে আজ কাশ্মীরে বনধ ডেকেছে কয়েকটি বিচ্ছিন্নতাকামী সংগঠন।

২০০১-এ পার্লামেন্টে হামলায় পাঁচ হামলাকারী-সহ মোট ১৪ জনের মৃত্যু হয়৷ ওই হামলার মাস্টারমাইন্ড আফজলকে ২০১৩-য় আজকের দিনে তিহার জেলে ফাঁসি দেওয়া হয়৷ তার দেহ সমাধিস্থ করা হয় তিহার জেলেই৷ উত্তর কাশ্মীরের সাপুর টাউনের দু অবগাহ গ্রামে আফজলের জন্ম হয়৷ তার ফাঁসির প্রতিবাদে ও দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার দাবিতে এদিন ভূস্বর্গে বনধ ডেকেছে বিচ্ছিন্নতাকামীরা।
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে