বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:০০:৩৭

ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ, আতঙ্কিত মানুষ

ফ্রান্সের পরমাণু কেন্দ্রে বিস্ফোরণ, আতঙ্কিত মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর-পশ্চিম ফ্রান্সের একটি পরমাণু কেন্দ্রে বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। এই ঘটনায় আহত হলেন পাঁচ জন। তবে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা জ্যাক উইটকোস্কি বলেছেন, পরমাণু বিস্ফোরণ হয়নি। ওই কেন্দ্রের পরমাণু নিয়ন্ত্রিত অংশের বাইরে একটি ভেন্টিলেটরে বিস্ফোরণ হয়েছে। ধোঁয়ায় কয়েকজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে কারও অসুস্থতা গুরুতর নয়। বিস্ফোরণ নিয়ে আতঙ্কের কিছু নেই। এখবর এবিপির।

ওই অঞ্চলে ১,৩০০ মেগাওয়াটের দুটি পরমাণু কেন্দ্র যথাক্রমে ১৯৮৫ ও ১৯৮৬ সাল থেকে চালু আছে। বিস্ফোরণের জেরে একটি চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। এই দুটি চুল্লিতে এক হাজারের বেশি মানুষ কাজ করেন। স্বাভাবিকভাবেই বিস্ফোরণের ফলে তারা আতঙ্কিত হয়ে পড়েন। সেখানেই উন্নত প্রযুক্তির আরও একটি পরমাণু চুল্লি তৈরি করা হচ্ছে। ২০১৮ সালে চালু হওয়ার কথা এই নতুন পরমাণু চুল্লির। চালু হলে এটি বিশ্বের বৃহত্তম পরমাণু চুল্লি হবে।

১৯৭৭ সাল থেকেই ফ্রান্স পরমাণু বিদ্যুতের উপর অনেকাংশে নির্ভরশীল। এখন সেদেশের মোট বিদ্যুতের চাহিদার ৭৫ শতাংশই মেটায় পরমাণু বিদ্যুৎ। ফরাসি সরকার ২০২৫ সালের মধ্যে পরমাণু বিদ্যুৎ নির্ভরতা কমিয়ে ৫০ শতাংশে আনতে চাইছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত একটি পরমাণু চুল্লি নিয়ে ফ্রান্সের সঙ্গে জার্মানির দ্বন্দ্ব বহুদিনের। তবে এখনও কোনও সমাধানসূত্র পৌঁছাতে পারেনি দুই দেশ।

০৯ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে